পদ্মা রেলসেতুর উদ্বোধন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৩৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা ও যশোর পর্যন্ত রেল লাইনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। বর্তমানে সেখানে স্টেশনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে এ রেলপথে ট্রেন চলাচল উদ্বোধনের কথা রয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলের জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা রয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে চীনা প্রেসিডেন্টকে সরকারপ্রধান এ আমন্ত্রণ জানান বলে জানিয়েছে বাসস।
জবাবে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমি অবশ্যই আপনার দেশে আসব। তবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে।’
মোমেন জানান, শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
জবাবে শেখ হাসিনা বলেছেন, তিনি চীন সফর করবেন। তবে সময় লাগতে পারে। কারণ, জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন।
এ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসে যোগদান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছেন।
বুধবার সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে বৈঠক শেষে মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের ত্রিপক্ষীয় সম্পৃক্ততার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চান শি।