× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজের খরচ কমানোর বিষয় বিবেচনা করবে সৌদি আরব : ধর্ম প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২০:৪৮ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২০:৫৬ পিএম

হজের খরচ কমানোর বিষয় বিবেচনা করবে সৌদি আরব : ধর্ম প্রতিমন্ত্রী

হজের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চলতি বছর নির্ধারিত কোটাই পূরণ করতে পারেনি বাংলাদেশ। শুরু থেকেই খরচ কমানোর দাবি ওঠে সব মহল থেকে। ঢাকা সফররত সৌদি সরকারের হজ ও ওমরাহমন্ত্রীর কাছে হজের খরচ কমানোর দাবি জানান খোদ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সৌদির মন্ত্রীও।  

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদির হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় সভা হয়। সভায় হজের খরচ কমানোর বিষয়টি তোলেন ধর্ম প্রতিমন্ত্রী। তখন বিষয়টি বিবেচনা করবেন বলে জানানো হয়।

সভা শেষে হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, আমরা কমাবো।   

এ সময় তৌফিক আল-রাবিয়াহ বলেন, ’বাংলাদেশিদের সৌদি আরবের মক্কা ও মদিনায় স্বাগত জানাতে আমরা এখানে এসেছি। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যে কেউ মক্কা, মদিনাসহ বিভিন্ন শহর ঘুরতে পারবেন। সৌদির উন্নয়নে সহায়তা করছেন বাংলাদেশিরা। ২৮ লাখ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে কাজ করছেন।’

তিনি বলেন, ’আমি প্রতিটি বাংলাদেশি নাগরিককে নিশ্চিত করতে চাই, তারা ওমরাহ করতে গিয়ে সেখানে যেকোনো জায়গায় যেতে পারবেন। এখন নারীরাও মাহরাম ছাড়া মক্কা ও মদিনায় যেতে পারবেন।’

তৌফিক আল-রাবিয়াহ বলেন, ’সৌদি আরবে বাস করা যেকোনো বাংলাদেশি তাদের আত্মীয়-স্বজনদের ভিজিট ভিসায় সৌদি আরবে আমন্ত্রণ জানাতে পারবেন।’ 

ধর্ম প্রতিমন্ত্রী জানান, যারা হজ, ওমরাহ কিংবা বেড়াতে যাবেন, তারা যদি আরও লোক সঙ্গে নিয়েও যান, ধরেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে চার দিনের থাকার ব্যবস্থা করতে তারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।

ট্রানজিটে গিয়ে ওমরাহ করতে পারবেন, সেক্ষেত্রে অনুমতি কি আগেই নিয়ে নিতে হবে, জানতে চাইলে তিনি বলেন, অনুমতি আগেই নিতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, ’সৌদি আরব যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি, তারা মেনে নিয়েছেন। অতীতে কখনও এমন আলোচনা হয়নি। এখানে নেতিবাচক কোনো বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে এত সুন্দর আলোচনা হবে। এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো কী হতে পারে, নিজেরাই অনুমান করেন।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ’সৌদি সরকারের হজ ও ওমরাহমন্ত্রী এবং দেশটির সরকারের তিনজন উপমন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রীয় সফরে এসেছেন। আমরা তাদের আগমনে অত্যন্ত আনন্দিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা