× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সম্প্রীতি ফেরাতে প্রয়োজন সংখ্যালঘু কমিশন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২০:৫০ পিএম

সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

দেশে ধর্মান্ধতা বাড়ছে। তাই সংখ্যালঘু কমিশন গঠন করলে সবকিছুর সমাধান হতে পারে। সংসদে সংখ্যালঘুদের সংখ্যা বেশি থাকতে হবে। আর ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বন্ধ করতে হবে। দেশে এখন দরকার আলোচনা। মতপ্রকাশের স্বাধীনতা না থাকার কারণে প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা এগিয়ে যাচ্ছে। উদারবাদীরা পিছিয়ে যাচ্ছে।

বুধবার (২৩ আগস্ট) দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

সংলাপে আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম, ফ্রিডম অব রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর ড. শাহনাজ করীম, দি হাঙ্গার প্রজেক্টের পরিচালক নাছিমা আক্তার জলি।

বদিউল আলম মজুমদার বলেন, ’প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। তা না হলে আমরা যেই অন্ধকারের দিকে যাচ্ছি, সেটা থেকে কেউ ফেরাতে পারবে না। অবনতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ’পাহাড়ি-বাঙালি সম্প্রীতি করতে পারি না আমরা। আন্তঃধর্ম দ্বন্দ্ব আছেই। এ দেশে যারা যারা পিছিয়ে আছেন, তাদের এগিয়ে নিয়ে আসতে হবে বিভিন্নভাবে। তবেই ঠিক বিচার সম্পন্ন হবে। আমরা অনেক পিছিয়ে আছি। তার একটা কারণ রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না। ধর্মের ক্ষেত্রে অনেক কিছু পালন করতে বাধা হচ্ছে সংবিধানের কারণে না, বরং রাজনীতির কারণে। ৪৬, ৪৭, ৫৪ সালে যে বাঙালি ছিল তা পাল্টে গেছে। শাহবাগ একটা অপ্রয়োজনীয় সাইড ছিল। সেখানে আন্দোলন হয়েছে বলে বলা যাবে সব আন্দোলনের চাপে হয়েছে। ধর্মকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না।‘

রোবায়েত ফেরদৌস বলেন, ’সব মানুষের জন্য একটি বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও এ দেশ সব মানুষের হয়নি। এ দেশ সংখ্যালঘুদের হয়নি, গরিবদের হয়নি, নিঃস্বদের হয়নি। উল্টো আমরা দেখছি এ দেশ হয়েছে কতিপয় লুটেরাদের। শক্তিশালী হয়েছে মৌলবাদী গোষ্ঠী।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা