× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক সংকট নিরসনে নতুন ফর্মুলা আছে জাপার, দ্য হিন্দুকে জিএম কাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২১:০২ পিএম

রাজনৈতিক সংকট নিরসনে নতুন ফর্মুলা আছে জাপার, দ্য হিন্দুকে জিএম কাদের

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় পার্টির কাছে নতুন ফর্মুলা আছে। আলোচনা হলে টেবিলে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ভারত সরকারের আমন্ত্রণে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন তিনি।

সেখানে ভারতের প্রভাবশালী পত্রিকা ‘দ্য হিন্দু’কে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন। তাতে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিষয়টি এনেছেন জিএম কাদের।

তিনি বলেছেন, ‘আমরা মনে মনে একটা ফর্মুলা (সমঝোতা) ঠিক করে রেখেছি। যখন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হবে, তখন এটি তুলে ধরব।’

জিএম কাদের বলেছেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে সরকারের এগিয়ে আসা উচিত। আমরা চাই সব পক্ষ বসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আলোচনা করুক।’

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। একই দাবিতে বিএনপির সঙ্গে রাজপথে আছে সমমনা অন্তত ৩৬টি দল। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্দিষ্ট সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির এই তত্ত্বাবধায়ক সরকারের দাবির সঙ্গে একমত নন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে, কিন্তু এই সরকারের গঠন কেমন হওয়া উচিত তা পরিষ্কার করেনি।’

নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে উদ্যোগ নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দলের পর জাতীয় পার্টির একটি প্রতিনিধিদলকে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। গত রবিবার জিএম কাদেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে পৌঁছায়।

জাতীয় পার্টির প্রতিনিধিদলের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে দ্য হিন্দুর প্রতিবেদনে। কারণ, ভারত জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী তাতে যোগ দেবেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা