× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের আগে সৌদি ও যুক্তরাজ্য প্রবাসীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:২২ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:০৯ পিএম

কমিশন সভায় এই খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করে ইসি। প্রবা ফটো

কমিশন সভায় এই খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করে ইসি। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের পর অগ্রাধিকার ভিত্তিতে এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে স্মার্ট এনআইডি দিতে চায় নির্বাচন কমিশন।

সোমবার (২১ আগস্ট) কমিশন সভা শেষে ইসির এ সিদ্ধান্তের কথা জানান সচিব মো. জাহাংগীর আলম।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকালে কয়েকটি আলোচ্য বিষয় নিয়ে সভা হয়।

পরে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘প্রবাসী নাগরিকদের এনআইডি দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ও সৌদি আরবে এটা নিয়ে কাজ শুরু হবে। প্রবাসের ওই দুটি দেশের কাজ দ্বাদশ নির্বাচনের আগেই হবে।’

করোনা মহামারির সময় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দিতে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। ছয়টি দেশে তা শুরু হলেও সাড়ে তিন বছর পর গত জুলাইয়ে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে

বাংলায় সিইসি ও ইসির (পারিতোষিক ও বিশেষাধিকা) খসড়া অনুমোদন

কমিশন সভায় সামরিক শাসনামলের সিইসি ও ইসির (পারিতোষিক ও বিশেষাধিকার) আইনের খসড়া বাংলা করে আইন মন্ত্রণালয়ে উপস্থানের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। বলেন, ‘আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন সিইসি সেই সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুবিধা পাবেন।’

তিনি আরও বলেন, ‘আজকের কমিশন সভায় দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের প্রশিক্ষণসূচি অনুমোদন হয়েছে। ৯ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রশিক্ষণ শুরু হবে। মাঠ পর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন।’ 

প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র বিষয়ে তিনি বলেন, ‘অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না। তবে আমরা উৎসাহিত করব যেন সবাই অনলাইন মনোনয়নপত্র জমা দেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা