দ্বাদশ সংসদ নির্বাচন
ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ০৯:৩৫ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ০৯:৩৬ এএম
ফাইল ফটো
দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা নির্ধারণ হওয়ায় নানা কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি।
অতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইএনও) প্রশিক্ষণের আওতায় ছিলেন না। এবার তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সারা দেশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কয়েক ধাপে ভোটের বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণ দেবেন ইসি কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে এলেও বিগত দিনে তাদের তেমন কোনো প্রশিক্ষণ দেওয়া হতো না। এবার তাদের জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইসি। নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এসব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। এর জন্য প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুমোদন দিতে আজ সোমবার সভা আহ্বান করেছে কমিশন। আগামী ১ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে এসব প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, ভোটকেন্দ্র ও কক্ষের দায়িত্বে থাকেন দেশের স্কুল-কলেজ, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা। তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা। ভোটগ্রহণে দক্ষতা অর্জনের লক্ষ্যে এসব কর্মকর্তাকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলা হবে।
আজ ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে আয়োজিত সভায় এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সভায় আলোচ্যসূচিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা ও সিইসি-কমিশনারদের প্রিভিলেজ অ্যাক্ট রয়েছে।
নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের যারা প্রশিক্ষণ দেবেন, তাদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার কমিশনের সভায় নির্বাচন প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুমোদন পেতে পারে। এরপর জোরেশোরে কার্যক্রম শুরু করবে ইসি।
সূত্রমতে, অতীতে নির্বাচনের প্রশিক্ষণ ইস্যুতে নানা ধরনের অনিয়ম হয় বলে অভিযোগ রয়েছে। একাদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ নিয়ে ব্যাপক নেতিবাচক খবর প্রকাশ পেয়েছিল। এবার তাই স্বচ্ছতার সঙ্গে এ কাজটি সম্পন্ন করতে আটঘাট বেঁধে মাঠে নামছে ইসি। ৩০০ সংসদীয় আসনের নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার) দরকার হয় প্রায় ৮ লক্ষাধিক। এসব কর্মকর্তাকে আবার প্রশিক্ষণ দেন মাঠপর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তারা। যাদের মধ্যে রয়েছেন উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তারা।
প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকেন; সেই অর্থে দ্বাদশ সংসদ নির্বাচনে ৪৪ হাজার ৫৭৭ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আর প্রতিটি কক্ষের জন্য এক সহকারী প্রিজাইডিং অফিসার অর্থাৎ ২ লাখ ৬১ হাজার ৬৬৮ জন এবং প্রতিটি কক্ষে দুজন পোলিং অফিসার অর্থাৎ ৫ লাখ ২৩ হাজার ৩৩৬ জন কর্মকর্তা মিলিয়ে মোট ভোটগ্রহণ কর্মকর্তা লাগবে ৮ লাখ ২৯ হাজার ৫৮১ জন।
উল্লেখ্য, ৩০০ সংসদীয় আসনের বিপরীতে এরই মধ্যে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৩৮০। এবার ২ হাজার ১৯৭টি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৭৭। আর ভোটকক্ষ বেড়েছে ৫৪ হাজার ৩৪৯টি। বিগত নির্বাচনে ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি। এবার এই সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৬৬৮।