× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ থাকার পর ফের চালু এনআইডি সেবা

প্রবা প্রতিদবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৭:৩৯ পিএম

এনআইডি। ছবি : সংগৃহীত

এনআইডি। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভান্ডারের সার্ভার ‘নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ’ কাজের জন্য প্রায় দুই দিন বন্ধ রাখার পর ফের সেবাদান শুরু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে নগরীর আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা জানান।

একেএম হুমায়ুন কবীর বলেন, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য জাতীয় পরিচয়পত্র সেবাটি সাময়িকভাবে বন্ধ ছিল। মূলত নিরাপত্তার কথা ভেবেই এটি করা হয়েছিল। গুরুত্ব বিবেচনায় সেবাটি পুনরায় চালু করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের এই মহাপরিচালক বলেন, ‘নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের সার্ভার থ্রেটে আছে, সেটা ভেবেই বন্ধ রাখা হয়েছিল। এখন আমাদের সার্ভার ওপেন আছে এবং অন্যান্য কাজ চলমান। আমরা মেইনটেনন্সের জন্য সাময়িক বন্ধ করেছিলাম।’

তিনি বলেন, ‘আমরা প্রথমত চিন্তা করলাম, এটা যদি হ্যাক হয় তাহলে বড় ক্ষতি হতে পারে। আমাদের এক্সপার্টরা এটা নিশ্চিত করেছে আমাদের জন্য এই মুহূর্তে কোনো থ্রেট নেই, তাই আমরা এটা চালু করেছি।’

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি ছিল। বুধবার সকালে এনআইডি সার্ভারে ঢুকতে গিয়ে বিপাকে পড়েন অনেকে।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সবগুলো সেবাই বিঘ্নিত হয়।

হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের ডাটাবেজ সার্ভার থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরা সেবা নেয়। সবার নিরাপত্তার কথা ভেবে এটা করা হয়েছে। এখন সার্ভার ওপেন আছে সার্ভার থেকে সেবা নিচ্ছে মানুষ। যদি কোনো সমস্যা দেখি সবার স্বার্থে আমরা সিদ্ধান্ত নেব এটা কী করা যেতে পারে।’

তিনি বলেন, ‘১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি। বুধবার সকালে এটা চালু করা হয়েছে। যখন মনে হয়েছে, মেইনটেনেন্স থেকে কিছু তথ্য এলো কিছু থ্রেট আসতে পারে তখন বন্ধ করা হয়েছে। বিষয়টি পাবলিকলি জানানো হয়নি কারণ একটা প্যানিক সৃষ্টি হতে পারে সেটা ভেবে। তবে আমরা ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়েছি যারা এখান থেকে সেবা নিয়ে থাকেন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা