× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবাধিকার কমিশনের ক্ষমতায়ন বাড়াতে হবে : ইইউর বিশেষ প্রতিনিধি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৬:১৯ পিএম

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন ইইউ বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। ছবি : সংগৃহীত

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন ইইউ বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। ছবি : সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইমোন গিলমোর বলেন, বাংলাদেশের স্বাধীন মানবাধিকার কমিশন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। সংস্থাটির ক্ষমতায়ন বাড়াতে হবে।

অন্যান্য মানবাধিকারবিষয়ে আলাপ হয়েছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ মিশন গেল ৩ সপ্তাহ ধরে এদেশের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে। অগ্রবর্তী দলের প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে এদের গণমাধ্যমকে সত্যিকার অর্থে মত প্রকাশ তথা কাজের সুযোগ অবারিত করে দিতে হবে।

শ্রমিকদের অধিকারের সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের নিশ্চয়তা বিধানে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ইইউর বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর।

তিনি বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে। 

বৈঠক শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, হত্যা, গুম, খুন নিয়ে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়, আসলে এখানকার পরিস্থিতি অতটা খারাপ না বলে বৈঠকে ইইউর প্রতিনিধিকে জানানো হয়েছে। আমরা বলেছি- কমিশন বসে নেই। যখনই যে অভিযোগ এসেছে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে পেরেছে কমিশন।

মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করবেন ইমোন গিলমোর। এ ছাড়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ২৭ জুলাই রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন।

বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একাধিক বৈঠক করেন। সেসব বৈঠকে গিলমোর উপস্থিত ছিলেন। তখন প্রতিমন্ত্রী শাহরিয়ার গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা