× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিরো আলমের ওপর হামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২৩:২৪ পিএম

ঢাকা-১৭ আসনে ভোটের দিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার এমপি প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। প্রবা ফটো

ঢাকা-১৭ আসনে ভোটের দিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার এমপি প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। প্রবা ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে জানতে চেয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস। 

মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে হিরো আলমের বিষয়ে খোঁজ নেন তিনি। 

এ সময় গোয়েন লুইসকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, এরই মধ্যে হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বিকালে সচিবালয়ে গুইন লুইসসহ আরেকজন প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হিরো আলম ও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে কথা বলেন লুইস।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, তিনি (গুইন লুইস) জানতে চেয়েছিলেন হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। আমরা বললাম, এটা কেন হয়েছে এখনও বলতে পারব না। সরকারের পক্ষ থেকে সব ধরনের ইচ্ছা ছিল যেন একটা শান্তিময় পরিবেশ থাকে। আমরা যেটুকু দেখেছি, নির্বাচনের শেষের দিকে কয়েকজনের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন তিনি এবং লিপ্ত হয়েই দেখা গেল কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে। আমরা তাকে জানিয়েছি, ইতোমধ্যে আমরা আটজনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে যারা অংশগ্রহণ করেছে, সবাইকে অ্যারেস্ট করব। এটা তদন্ত করে বের করতে চেষ্টা করব এ রকম একটি শান্তিপূর্ণ পরিবেশে কার দ্বারা এই ঘটনা ঘটানো হলো। এসব আমরা বের করব।’

তিনি বলেন, ‘নির্বাচনে এক দল জিতবে, এক দল হারবে। নেপথ্যে কারা এই কাজ করেছে, একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিংবা কী উদ্দেশ্যে করেছেসেটা জানার প্রয়োজন রয়েছে, সেটি জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেব। আমরা সবকিছুই মিলিয়ে দেখব।’

সোমবার ঢাকা-১৭ আসনের নির্বাচনের ভোটগ্রহণের শেষ দিকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা করে কয়েকজন যুবক। এতে আহত হন হিরো আলম। এ ঘটনার পরপরই পুলিশ জড়িতদের ধরতে তৎপর হয়ে ওঠে। 

এমনকি হিরো আলমের ওপর হামলার ঘটনায় টুইটে উদ্বেগ জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।  

নৌকার ব্যাজ পরে হামলার বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘পুলিশের গাফিলতি থাকলে সেটি তো পুলিশ জবাব দেবে। আমরা সেটি দেখবই। পুলিশ সাধারণত যাতে কোনো রকম গন্ডগোল না হয়, কোনো কেন্দ্রে কোনো অসুবিধা না হয়, সেজন্য পুলিশ ওখানে ছিল। পুলিশের যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আমরা সেটি দেখব। অলরেডি পুলিশকে আমরা বলেছি, তোমাদের কোনো অবজারভেশন আছে কি না, সেটিও তোমরা জানাবা, আমরা মূল ঘটনাটি কীসেটি জানতে চাই।’

শান্তিপূর্ণ পরিবেশ থাকল না, জাতীয় নির্বাচনের আগে এটি কী বার্তা দিলএমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনে কে হারল, কে জিতল সেটি বড় কথা নয়। শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়েছে, সেটিই হচ্ছে কথা। আমি মনে করি, এখানে নিশ্চয়ই কোনো ইন্ধন ছিল হিরো আলমকে নিয়ে, আমরা সেটিই বের করতে চেষ্টা করেছি। কেন ঘটনাটি ঘটল সেটি আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পর আমরা বলতে পারব।’ 

রোহিঙ্গা প্রসঙ্গ

সাক্ষাতে মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়েই কথা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

তিনি বলেন, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে, সেটা নিয়েই কথা বলছিলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে আমাদের আর্মি ও বর্ডার গার্ড সবাই রয়েছে, সহিংসতা কেন হচ্ছে? তিনি আর্মির এসওপির কথা বলেছেন, সেটা আমরা ফলো করছি কি না। সবগুলো নিয়ে খোলামেলা কথা হয়েছে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা এটাই বলেছি যে ছোট একটি জায়গায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ। নানা ধরনের সমস্যা তো এখানে থাকবেই, সেসব সমস্যা থেকে তৈরি হবে সহিংসতার। সহিংসতায় শুধু তারাই মারা যাচ্ছে না, আমাদের সেনাবাহিনীর একজন দক্ষ অফিসারও মারা গেছেন, এয়ারফোর্সের একজন দক্ষ অফিসার মারা গেছেন। আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছি, আমাদের সক্ষমতাও আমরা বাড়াচ্ছি, যাতে করে কিলিং বন্ধ হয়। এটাই আমরা তাকে জানিয়েছি।’

তিনি বলেন, ‘আর্মি আমাদের স্ট্যান্ডবাই থাকে সব সময়, যদি প্রয়োজন হয় আমরা আর্মিকেও ব্যবহার করব। সেই এসওপি আমরা তৈরি করেছি। সেই এসওপি অনুযায়ী আমরা এটা সে অনুযায়ী প্রয়োজন হলে ব্যবহার করব, সেটি আমরা তাকে জানিয়ে দিয়েছি। আমাদের সবকিছুই প্রস্তুত আছে। এখানে তারা যেন অশান্তি সৃষ্টি করতে না পারে। ১২ লাখ রোহিঙ্গাদের সঙ্গে টেকনাফ ও উখিয়াতে চার লাখ রয়েছেন, তারাও এখন অসহায় হয়ে গিয়েছে।

‘তাদের জন্য ফরেস্ট নষ্ট হয়ে গিয়েছে, তাদের লবণ ফিল্ড নষ্ট হয়ে গিয়েছে। সবগুলো রোহিঙ্গাদের দখলে চলে গিয়েছে। এসব নিয়ে কথা হয়েছে। আমরা বলে দিয়েছি, যত আর্লি পসিবল তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাবে, আমরা যেটি মনে করি আপনারাও সেই কাজটি করবেন। তারাও তার সঙ্গে একমত প্রকাশ করেছেন। আমরা যেকোনো মূল্যে সেখানে শান্তি রক্ষা করার জন্য কাজ করব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা