× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোয়াব খানের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৭:০৮ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ২০:১১ পিএম

বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি : প্রবা

বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি : প্রবা

বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনীতিকসহ সব শ্রেণির-পেশার মানুষ। এ ছাড়া ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সোমবার (৩ অক্টোবর) শহীদ মিনারে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মুক্তিযোদ্ধা তোয়াব খানের মরদেহ শহীদ মিনারে পৌঁছালে প্রথমেই গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতির পক্ষে তোয়াব খানকে শ্রদ্ধা জানান তার কার্যালয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী সামরিক সচিব জিএম রাজিব আহমেদ এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তোয়াব খানকে শ্রদ্ধা জানান। 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। 

এ ছাড়া শাহরিয়ার কবীরের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সম্প্রীতি বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।

এ সময় তোয়াব খানের কন্যা তালিয়া খান, ভাই আবেদ খান এবং ভাগ্নে সেলিম খানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। 

এর আগে সোমবার সকাল ১০টার দিকে দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে তোয়াব খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানান দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত, ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন মোনেমসহ দৈনিক বাংলা ও নিউজবাংলার সংবাদকর্মীরা। তোয়াব খানের স্বজনরাও জানাজায় অংশ নেন।

এ সময় তোয়াব খানের স্মৃতিতে পুরস্কার চালুর ঘোষণা দেওয়া হয়।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা