× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইএমএফ-ইইউ প্রতিনিধি বৈঠক

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রত্যাশা ইইউর, তত্ত্বাবধায়ক নিয়ে নেই আগ্রহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ২৩:১৩ পিএম

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। প্রবা ফটো

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। প্রবা ফটো

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন অগ্রগামী অনুসন্ধানী মিশন বা প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে বৈঠকে তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কোনো আগ্রহ দেখাননি তারা। 

বৈঠকে চেলেরি রিকার্ডোর নেতৃত্বে ইইউ প্রতিনিধিদলে ছিলেন দিমিত্র ইওয়ানু, আলভেস ক্রিটিনা ডস রামোস, মিলার ইয়ান জেমস, শ্যামেন ক্রিস্টোফার ও ম্যারি হেলেন এন্ডারলিন।

ইএমএফের পক্ষে ছিলেন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী, ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ফোরামের পরিচালক ও  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপউপাচার্য ড. আবদুল জব্বার খান।

আবেদ আলী বলেন, ‘আমরা সম্প্রতি শেষ হওয়া পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা ও সরকারের সহযোগিতার বিষয় তাদের জানিয়েছি। তারা বলেছেন, আগামী নির্বাচন পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধিদল আসবে। তাদের প্রত্যাশা বাংলাদেশের সব রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘উনারা ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচন সম্পর্কে মতামত জানতে চেয়েছেন। তারা আমাদের নির্বাচনব্যবস্থা সম্পর্কে অবগত। এই প্রতিনিধিদলে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।’

আবেদ আলী বলেন, ‘এই প্রতিনিধিদল তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কিছু জানতে চায়নি। তাদের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। তারা এ নিয়ে একটি প্রশ্নও করেনি। তারা আমাদের গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে তা জানতে চেয়েছেন। যেহেতু আমরা বাংলাদেশের সর্ববৃহৎ নির্বাচন মনিটরিং ফোরাম হিসেবে কাজ করছি, তাই তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা