× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ টাকা দরে সারা বছরই চাল পাবে এক কোটি পরিবার : খাদ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৮:১০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ২১:১০ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

এক কোটি পরিবার ৩০ টাকা দরে সারা বছরই চাল পাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি জানান, বর্তমানে এক কোটি পরিবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাচ্ছেন। জুলাই থেকে তাদের ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। এ কার্যক্রম সারা বছরই চলবে। খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) ডিলাররা তাদের এই চাল সরবরাহ করবে।

রবিবার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩-এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতিসংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ’কার্ডধারীরা টিসিবির পণ্য যখন পাবেন, তখন একই প্যাকেটে এই চাল দেওয়া হবে। অর্থাৎ টিসিবিতে আরেকটি পণ্য হিসেবে এই চাল যুক্ত হবে। এক কোটি পরিবারের যাদের কার্ড আছে, যখনোই তারা টিসিবির পণ্য পাবেন তখনোই এই পাঁচ কেজি চালও পাবেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ’এখন পর্যন্ত ১৪ লাখ ৮২ হাজার ৭১১ লাখ টন চাল মজুদ আছে সরকারের কাছে। গম আছে ৩ লাখ ১৭ হাজার ৮৮৬ টন। ধান আছে ১ লাখ ৩ হাজার ৯৩ টন। সবমিলে মজুদের পরিমাণ ১৯ লাখ ৩ হাজার ৬৯০ টন।’ 

তিনি বলেন, ’এ বছর সাড়ে ১২ লাখ টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে সাড়ে ৬ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে ৪ লাখ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার টন ধান।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা