× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাদিম হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত : আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২৩:৩৭ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আনিসুল হক।

জামালপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তদন্ত শেষে দ্রুত বিচারিক আদালতে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, কিছু-কিছু অপরাধ আছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হত্যাকাণ্ডটিও (নাদিম হত্যা) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

রবিবার (১৮ জুন) সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ১৫১তম রিফ্রেশার কোর্স উদ্বোধন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে এটি অনুষ্ঠিত হয়।

আনিসুল হক বলেন, ‘আমি এ মৃত্যুতে (নাদিমের) গভীর দুঃখ প্রকাশ করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, বিচারের জন্য সমাজের প্রত্যেক অপরাধ সমান। কিছু-কিছু অপরাধ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এই হত্যাকাণ্ডটি (নাদিম হত্যা) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’  

তিনি বলেন, ‘তদন্ত শেষে নাদিম হত্যা মামলা দ্রুত বিচারিক আদলতে নেওয়া হবে। যত দ্রুত এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা যায়, তা করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা