× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৮ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১ পিএম

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন হবে ৫ নভেম্বর। এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর সংসদ সচিবালয় ১৩ সেপ্টেম্বর ফরিদপুর-২ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

ঘোষিত তফসিল অনুযায়ী ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১২ অক্টোবর যাচাই-বাছাই শেষে ১৯ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোট হবে ৫ নভেম্বর।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা, সালথা ও নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী ছয়বার ফরিদপুর-২ (নগরকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রবা/আরকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা