× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকারে যুক্তরাষ্ট্রের সমর্থন নেই : তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৯:৩৮ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

তত্ত্বাবধায়ক সরকার নয়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই। নতুন ভিসানীতিতে তারা এটা স্পষ্ট করেছে। তারা চায় একটি সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ হবে। এরপরও বিএনপির শুভবুদ্ধি উদয় হয়নি। তাদের মহাসচিবের বক্তব্য শুনে তা-ই মনে হচ্ছে। তারা জ্বালাও-পোড়াও, নির্বাচন প্রতিহত-বর্জনের রাজনীতি থেকে সরে আসতে পারছে না। তবে তাদের এই রাজনীতি থেকে সরে আসতে হবে।

বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীতে বিশ্ব তামাকমুক্ত দিবসের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এটির আয়োজন করে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ’মানস’।

হাছান মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনে সরকারের প্রত্যাশা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, জনগণ তাদের আগামীর সরকার বেছে নেবে। এটিই আওয়ামী লীগ সরকারের চাওয়া, শেখ হাসিনার চাওয়া।’

দুর্নীতি মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের সাজার রায় বহাল প্রসঙ্গে উচ্চ আদালত নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আদালত স্বাধীনভাবে কাজ করছে। আমান ও টুকুর বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেনি। এটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের। সেই মামলায় তাদের সাজা হয়েছিল। এর বিরুদ্ধে তারা হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্ট আগের রায় বহাল রেখেছে। বিএনপি নেতা গয়েশ্বরসহ অনেকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। সেসব মামলায় তারা আগাম জামিন পেয়েছেন। এতেই তো প্রমাণিত, আদালত স্বাধীন। এর চেয়ে বড় প্রমাণের তো দরকার নেই।’

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুর্নীতি মামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। তার প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের একটা অংশ লাভ দেওয়ার কথা ছিল। তা না দিয়ে সেই টাকা শ্রমিক নেতাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এখানে দুর্নীতি, অনিয়ম হয়েছে, সেটিই দুদক বলছে। সেজন্য মামলা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (ড. মুহাম্মদ ইউনূস) রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। পরে বুঝেছেন, যারা মানুষের কাছ থেকে যোজন-যোজন দূরে থাকে, তাদের পক্ষে রাজনৈতিক দল করা সহজ নয়। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাতারে নামতে হয়। সাধারণ মানুষের সঙ্গে থাকতে হয়। নিজের পরিবারের চেয়েও সাধারণ মানুষকে গুরুত্ব বেশি দিতে হয়। সেটি যারা করতে পারে না, তাদের পক্ষে রাজনৈতিক দল বা রাজনীতি করা সম্ভব নয়। তারা কেউ কেউ মন্ত্রী হতে পারেন, কিন্তু রাজনীতিক বা গণমানুষের নেতা হওয়া তাদের পক্ষে কখনও সম্ভব নয়।’ 

এবারের তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য ‘তামাক নয়, খাদ্য ফলান’। এটি যথার্থ হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘তামাকের কোনো প্রয়োজনীয়তা নেই। পৃথিবীতে বহু ক্ষুধার্ত মানুষ আছে। মাদক চাষের চেয়ে তাদের জন্য খাদ্য ফলানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের অনেক জমিতে তামাক চাষ হয়। সেসব জমি খাদ্যপণ্য চাষের জন্য ব্যবহার করতে পারি। তাহলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। দেশ, জাতি, সমাজ ও বিশ্ব উপকৃত হবে।’

তিনি বলেন, ‘কোনো একজন মাদকাসক্ত থাকলে পুরো পরিবারকে তার ফল ভোগ করতে হয়। এটি একটি মারাত্মক ব্যাধি। এটি রোধে আরও ক্যাম্পেইন করতে হবে। গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়া। সেটি সম্ভব হবে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সবাই মিলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’

‘মানস’ সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রধান নির্বাহী মোহম্মদ নূরুজ্জামান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা