প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ০০:৫৫ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১০:৫৪ এএম
গার্মেন্টস শ্রমিক। সংগৃহীত ফটো
বেতন-বোনাস পরিশোধ করেছে তৈরি পোশাক খাতের ৯০ শতাংশ কারখানা। বাকি ১০ শতাংশের বুধবার (১৯ এপ্রিল) পরিশোধের কথা রয়েছে। বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি প্রতিদিনের বাংলাদেশ-এর কাছে এমন দাবি করেছেন।
সিরাজুল ইসলাম রনি বলেন, ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৯০ শতাংশ কারখানা বেতন-বোনাস দিয়েছে। ১০ শতাংশ কারখানা দেবে বুধবার। এবার বেতন-বোনাস পরিশোধ অন্যান্য বছরের তুলনায় ভালোভাবে হচ্ছে। শ্রমিকনেতা ও কর্মচারীরা সন্তুষ্ট।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ’রও প্রশংসা করেন এই শ্রমিকনেতা। তিনি বলেন, এ বছর সংগঠন দুটি কার্যকর উদ্যোগ নিয়েছে। ফলে শ্রমিকরা বেতন-বোনাসসহ ঈদের ছুটিও ভালোভাবে পেয়েছে। এভাবে সব পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা গেলে সবার জন্যই মঙ্গলজনক হয়।
এদিকে ঈদের বকেয়া বেতন ও বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঝুঁকিতে থাকা ১৪৫টি কারখানার ওপর নজর রাখছে বিজিএমইএ ও বিকেএমই এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এ বিষয়ে যৌথভাবে একটি প্রতিবেদন তৈরি করে ১৬ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেয় দুটি আইন প্রয়োগকারী সংস্থা। তবে কারখানা মালিক ও শ্রমিকনেতারা বলছেন, ঈদের আগেই সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করা হবে।