× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন করতে নৌ প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৯:৫৪ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২১:৫১ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসিকে) মানসম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে। সেক্ষেত্রে বিআইডব্লিউটিসি পিছিয়ে থাকবে কেন? এই প্রতিষ্ঠান মানহীন থাকবে, তা হবে না। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়নে ডিটেইল স্টাডি প্ল্যান থাকা দরকার। এ লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিন।

রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি অফিসে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটির আয়োজন করে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিআইডব্লিউটিসি আর্থিকভাবে লাভবান হলে এর শ্রমিক-কর্মচারীরাও লাভবান হবে। আমাদের সরকারের কমিটমেন্ট হচ্ছে, দেশের মানুষকে ভালো রাখা। বিআইডব্লিউটিসির বিরাট সম্ভাবনা আছে। এটা কাজে লাগাতে হবে। মনোযোগ ও ভালোবাসা দিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের অনেক অঞ্চলে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এই প্রতিষ্ঠানের পক্ষে সেবা দেওয়ার অনেক সুযোগ রয়েছে। ডিটেইল স্টাডির মাধ‍্যমে সেসব অঞ্চলে সেবা বৃদ্ধির সুযোগ রয়েছে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সংকটে আছে। সংকটকে জয় করতে চাই। বিআইডব্লিউটিসির উন্নয়নে ভালো প্রোপোজাল নিয়ে আসবেন; সঙ্গে থাকব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মহসিন ভূঁইয়া। এতে আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান এসএম ফেরদৌস আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা