× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরে ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম, নিয়ন্ত্রণ করবে সরকার

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২২ ২০:১৯ পিএম

বছরে ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম, নিয়ন্ত্রণ করবে সরকার

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা পরিবারগুলোতে প্রতিবছর যোগ হচ্ছে ৩৫ হাজার শিশু। এ জন্য রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনা সেবার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান।

বৃহস্পতিবার (৩০ জুন) সচিবালয়ে কক্সবাজারের উখিয়াতে ইউএনএইচসিআরের অর্থায়নে একটি বিশেষায়িত হাসপাতাল তৈরির সমঝোতা স্মারকে সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. কামরুল হাসান বলেন, প্রতিবছর কম বেশি যে হিসাব আছে তাতে ৩৫ হাজারের মতো নতুন শিশু জন্ম নেয়। আমাদের দেশে পরিবার পরিকল্পনার যে সেবাটি প্রচলিত রয়েছে, সেটি সেখানে সম্প্রসারিত করা হচ্ছে।

তিনি বলেন, তাদের কিছুটা ধর্মীয় অনুভূতি আছে। এটা এমন যে, তারা এটা (পরিবার পরিকল্পনা) করতে চায় না। এমন নয় যে তাদের জোর করে করা হচ্ছে। তাদের মোটিভেট করে তাদের বুঝিয়ে এ কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের জন্য আশার কথা হলো তারাও এ কাজে আগ্রহী হচ্ছে।

ইউএনএইচসিআরের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল প্রসঙ্গে সচিব বলেন, আমরা উখিয়াতে এ স্পেশালাইজড হাসপাতাল করতে যাচ্ছি। এখানে মূলত সেখানে যারা বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক আছে, তাদের এবং যারা স্থানীয় বাংলাদেশি আছেন, তাদের স্বাস্থ্য সেবা আরও উন্নত করার জন্যই এটি করা হচ্ছে। ১৭ হাজার ৫০০ বর্গফুটের এ হাসপাতালে কক্ষ সংখ্যা থাকবে ৬০টি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা