× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে ঈদযাত্রার টিকিট শুক্রবার থেকে, সব টিকিট অনলাইনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:১০ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:৩৫ পিএম

ট্রেনে ঈদযাত্রার টিকিট শুক্রবার থেকে, সব টিকিট অনলাইনে

টিকিট যার, ভ্রমণ তার নিয়ম কড়াকড়ি করার পর প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল)। এবার সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে। ঈদযাত্রার ১০ দিন আগে সব আন্তঃনগর ও ঈদ স্পেশাল ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের টিকিট এবং ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১৮ এপ্রিলে। এভাবে পর্যায়ক্রমে ঈদযাত্রার ১০ দিন আগে অনলাইনে টিকিট কেনা যাবে। ২১ এপ্রিল পর্যন্ত অনলাইনে ঈদযাত্রার টিকিট কেনা যাবে।

এ ছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের এবং ১৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৬ এপ্রিলে। এভাবে পর্যায়ক্রমে অনলাইনে ৩০ এপ্রিল পর্যন্ত ফিরতি টিকিট পাওয়া যাবে।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮- ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭-৩০ এপ্রিল শতভাগ শুধুমাত্র অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হবে।  

টিকিট কেনার জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোনো মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই করে নিবন্ধন করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা