× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যাংক ও বাণিজ্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৮:০৩ পিএম

রাজধানীর বঙ্গবাজারে আগুন। প্রবা ফটো

রাজধানীর বঙ্গবাজারে আগুন। প্রবা ফটো

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে ব্যাংক এবং বাণিজ্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান।

বুধবার (৫ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ড. আতিউর এফবিসিসিআই, এমসিসিসিআই, ডিসিসিআইসহ সকল বাণিজ্য সংগঠন এবং ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বঙ্গবাজারে আগুনে পুড়ে গেছে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্ন। তাদের দোকানের সেসব গরিব কর্মচারীদের কী দুরবস্থা তা ভাবতেও গা শিওরে ওঠে। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীদের চরম বিপদে আমি দারুণ ব্যথিত। সামনে ঈদ। খুশির ঈদকে সামনে রেখে নিশ্চই তারা তাদের নিজেদের এবং ধার করে অর্থ যোগাড় করে দোকান সাজিয়েছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাদের সব স্বপ্ন। এই অগ্নিকাণ্ড আবার প্রমাণ করল আমরা আগুনের ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত, সাংগঠনিক এবং প্রতিষ্ঠানিকভাবে কতোই না দুর্বল। বারে বারে আগুন লাগছে ব্যবসা কেন্দ্রে। কিন্তু কিছুতেই ঠেকাতে পারছি না। এ যেন নিয়তি! সমাজকে এবং সংশ্লিষ্ট অন্য সকল অংশিজনকে তাই আরও সচেতন ও পেশাদারি হতে হবে। তা না হলে এই বিপদ থেকে আমাদের রক্ষা পাওয়া বেশ মুশকিল হবে।’

তিনি আরও লেখেন, ‘আজ আমাদের কী করা উচিত? সরকার নিশ্চই তার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কিন্তু তাদের দরকার পুঁজি। আমাদের ব্যাংক ও অন্যান্য করপোরেটের এই মুহূর্তে সামাজিক দায়বদ্ধতার সর্বোচ্চ অঙ্গীকার দেখাতে হবে। তাদের সিএসআর তহবিল থেকে এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এফবিসিসিআই, এমসিসিসিআই, ডিসিসিআইসহ সকল বাণিজ্য সংগঠনগুলোর কাছে বিনীত আহ্বান জানাই তারা যেন উদার হস্তে এই অসাহায় উদ্যোক্তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের সকল সদস্যদের প্রতি উদাত্ত আবেদন জানান।’

ঢাকার দুই মেয়রের উদ্দেশে ড. আতিউর লেখেন, ‘ঢাকার মেয়রদের এই দুর্যোগের সময় মানবিক অনেক কিছুই করার আছে। আমাদের বড়ো এনজিওদেরও এই দুঃসময়ে অসহায় ব্যবসায়ীদের জন্য কিছু একটা করার আহ্বান জানাই। তাদের পুনর্বাসনে সমাজের সকল অংশকেই এগিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে সবার প্রতিই এই আবেদন। আগুনে ভস্মিভূত হওয়া দোকানের বিপর্যস্ত মালিক ও কর্মীদের জন্য জানাই আমার অন্তরের গভীরতম সমবেদনা। আমরা রানা প্লাজা বিপর্যয়ের পর সামাজিক পুঁজির এক বিস্ফোরণ দেখেছিল। ব্যাংকগুলোর সিএসআর তহবিলের অর্থ দিয়ে আমরা আহত-নিহতকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসনে বড়ো উদ্যোগ নিতে পেরেছিলাম। বাংলাদেশ ব্যাংক নিশ্চয় মানবিক সেই উদ্যোগের পুনরাবৃত্তি করতে সক্ষম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা