× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন কমিশন সভা সোমবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ২০:১৯ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ২০:৫১ পিএম

নির্বাচন কমিশন। ফাইল ছবি

নির্বাচন কমিশন। ফাইল ছবি

আগামী সোমবার (৩ এপ্রিল) কমিশনের ১৭তম সভা অনুষ্ঠিত হবে। সভায় পাঁচ (গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট) সিটি করপোরেশন নির্বাচন কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টিও সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

কমিশন সভার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (৩০ মার্চ) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’আগামী সোমবার কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেদিন ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’

ইভিএম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। তার কোনো উত্তর এসেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ’এটা কমিশনার স্যাররা বলতে পারবেন। আমার বিষয়টি জানা নেই।’

সোমবারের কমিশন সভায় মোট চারটি আলোচ্যসূচি রয়েছে। এগুলো হলো, সিটি করপোরেশন নির্বাচন; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বিষয়ে আলোচনা; নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা; বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন; এবং বিবিধ।

একনজরে পাঁচ সিটি ভোট

ইসির তথ্যমতে, গাজীপুর সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে ১১ মার্চ। সেখানে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। খুলনা ও রাজশাহীর ক্ষণগণনা শুরু হবে ১৩ এপ্রিল। ১০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। বরিশালের ক্ষণগণনা শুরু হবে ১৪ মে। ১৩ নভেম্বরের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সিলেটে এই তারিখ যথাক্রমে আগামী ৬ মে ও ৬ নভেম্বর।

এর আগে ১৫ মার্চ কমিশনের ১৬তম সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছিলেন, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, এপ্রিলে রোজা শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পর্যন্ত, ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে মধ্যবর্তী সময়ে আমরা পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করব। এমন সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা