× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুটি চালিয়ে পদ্মা সেতু পারাপার হলেন দুই কর্মজীবী নারী

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২২ ১৯:৩২ পিএম

কিশোয়া তাবাচ্ছুম ও আফরোজা খান

কিশোয়া তাবাচ্ছুম ও আফরোজা খান

ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসিন্দা কিশোয়া তাবাচ্ছুম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওয়ারির বাসিন্দা আফরোজা খান বাইক ট্রেইনারের কাজ করেন। ওই দুই নারী রোববার (২৬ জুন) সকালে স্কুটি চালিয়ে পদ্মা সেতু পার হন। তাঁরা সকাল সাড়ে সাতটার দিকে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তের নাওডোবায় আসেন। সেখানে সময় কাটিয়ে সাড়ে ৯টার দিকে আবার মাওয়া প্রান্তের দিকে ফিরে যান।

আজ (২৬ জুন) সকাল ছয়টার দিকে জনসাধারণের ব্যবহারের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই মোটরসাইকেল, প্রাইভেট কার, জরুরি সেবার গাড়ি ও পণ্যবাহী গাড়ি পারাপার শুরু হয়।

কিশোয়া তাবাচ্ছুম প্রথম আলোকে বলেন, ‘আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, তার কার্যালয় ঢাকায়। কর্মস্থলের প্রয়োজনে বিভিন্ন স্থানে যেতে হয়। তাই স্কুটি চালিয়ে ঢাকায় চলাচল করি। অনেক দিন থেকেই প্ল্যান করেছিলাম প্রথম দিনেই স্কুটি চালিয়ে পদ্মা সেতু পার হব। সে স্বপ্ন সফল হয়েছে। আমি খুব খুশি, আমাদের বহু প্রতিক্ষিত পদ্মা সেতু চালু হয়েছে। দক্ষিণের মানুষ এখন আর পদ্মা নদী পারাপারে ভোগান্তিতে পরবে না। আজ সকাল থেকেই দখিন দার উম্মুক্ত হলো।’

আফরোজা খান বলেন, ‘নারীদের বাইক চালানো শেখাই। বাংলাদেশের অনেক স্থানে বাইক চালানোর অভিজ্ঞতা রয়েছে। ইতিহাসের স্বাক্ষী হতে শুরুর দিনেই পদ্মা সেতুতে বাইক চালিয়েছি। ১৫ বছর পদ্মা সেতু নিয়ে দেশ-বিদেশে অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। সেতু ঘিরে সব মহলে আগ্রহ ছিল। আমি বাংলাদেশের নারীদের পক্ষ থেকে, বিশেষ করে, নারী বাইকারদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

আফরোজা খান আরও বলেন, ‘সকাল ছয়টার দিকে ঢাকা থেকে রওনা হই। মাওয়া প্রান্তে যানজট থাকায় সেতুতে উঠতে দেরি হয়েছে। আমরা দুজন একসঙ্গে সেতু দিয়ে রওনা হই। গাড়ি চালাতে চালাতে পদ্মা নদীর হিমেল বাতাস মন শান্ত করেছে। বর্ষার নদীর মোহনীয় দৃশ্য দেখে উদ্বেলিত হয়েছি। সেতু পার হতে আমাদের ১০ মিনিট সময় লেগেছে। জাজিরা প্রান্তে এসে মানুষের সঙ্গে গল্প করেছি। প্রমত্ত পদ্মার বুকে এত বড় স্থাপনা নির্মাণের ইতিহাস জানার চেষ্টা করেছি।’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে থাকে। সকালের দিকে মোটরসাইকেল বেশি পার হয়েছে। আমরা সব বাইক চালকদের অনুরোধ করেছি, গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালানোর জন্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা