× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ভবনে আর কোনো মরদেহ নেই : ফায়ার সার্ভিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৪:০৫ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৪:২৬ পিএম

উদ্ধারকাজ নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। ছবি: আরিফুল আমিন

উদ্ধারকাজ নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। ছবি: আরিফুল আমিন

গুলিস্তানের সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরপর বাহিনীটি জানিয়েছে, সিদ্দিকবাজারের ওই ভবনে তাদের হিসাবে আর কোনো মরদেহ নেই। 

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ স্যানিটারি দোকানের ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। 

পরে উদ্ধার অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, 'গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিল। আজ বুধবার সোয়া ১২টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ফায়ার সার্ভিস ২০ জনের মরদেহ উদ্ধার করেছে।' 

বিস্ফোরণস্থলের সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি বলেন, 'ভবনের বেজমেন্টে ৪ থেকে ৫ ফুট ধ্বংসাবশেষ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের ২০ সদস্য সেগুলো জীবনের ঝুঁকি নিয়ে সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ভবনে আর কোনো মরদেহ নেই।'

এটাই যে নিখোঁজ স্বপনের মরদেহ কেউ সনাক্ত করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'নিখোঁজ স্বপনের স্বজনরা উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের বলেছেন স্বপনের ওজন ছিলো ১২০ কেজি। আমরা যেটি পেয়েছি সেই মরদেহ অনেক ভারি ছিল। আপনারা দেখেছেন দুটি বডি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।'

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কী না জানতে চাইল তিনি বলেন, 'এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।'

গত মঙ্গলবার বিকালে রাজধানীর ব্যবস্ততম এলাকা গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা