× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৬ পিএম

নওগাঁতে আটাপট্টি ও রুবির মোড় এলাকায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী । প্রবা ফটো

নওগাঁতে আটাপট্টি ও রুবির মোড় এলাকায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী । প্রবা ফটো

সারা দেশে ১ মার্চ থেকে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। এ কর্মসূচিতে কেজিপ্রতি ১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাবেন ৫০ লাখ মানুষ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নওগাঁতে আটাপট্টি ও রুবির মোড় এলাকায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে মন্ত্রী এসব কথা বলেন।

ওএমএস কার্যক্রম কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘যতদিন এর চাহিদা থাকবে ততদিন চলবে। প্রয়োজন হলে সারা বছর চলবে। ১০ লাখ টন খাদ্যনিরাপত্তা মজুদের বিপরীতে বর্তমানে ২১ লাখ টনের বেশি মজুদ আছে।’

মন্ত্রী বলেন, ‘এ সময়ে ওএমএস বন্ধ থাকে। কিন্তু দেশের নিম্ন আয়ের মানুষ যেন কষ্ট না পায় তাই কর্মসূচি চালু রাখা হয়েছে। জনগণ ঠিকমতো চাল-আটা পাচ্ছে কি না, কোনো ডিলার অবৈধ আমদানি করছে কি না, এ বিষয়ে বিশেষ নজরদারি চলছে।’

মন্ত্রী মানুষকে আশ্বাস দিয়ে বলেন, ‘সারা দেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। চাহিদা অনুযায়ী এ কার্যক্রম চলবে। পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্যসংকট হবে না।’

ব্যবসায়ীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ার, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা