× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যানন্দের ফাউন্ডেশনকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৭ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪০ পিএম

বিদ্যানন্দের ফাউন্ডেশনকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্যতম জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাশ।

আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে পদক তুলে দেওয়া হয়। সমাজ সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে এ বছর একুশে পদক দেওয়া হয়েছে। 

পদক প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিশোর কুমার জানান, ‘এই প্রথম কোন পদক গ্রহণ করলাম। অবশ্যই ভালো লেগেছে। তবে আরও বেশি ভালো লাগতো সবাইকে নিয়ে এক সঙ্গে পদক নিতে পারলে। আমি উদ্যোক্তা হলেও এই প্রতিষ্ঠানে সারা দেশের মানুষ অনুদান দেয়। আর অনেকে নিঃস্বার্থভাবে শ্রম ও মেধা দেয়। পদক প্রাপ্তির আনন্দ তাদের স্পর্শ করলে এই স্বীকৃতি স্বার্থক হবে। পদকের অর্থ পুরোটাই যাবে বঞ্চিত সমাজের জন্য। যাদের জন্য এই অর্জন, তাদের পেছনেই ব্যয় হবে পদক প্রাপ্তির অর্থ।’ 

কিশোর কুমার আরও জানান, ‘মানুষের জন্য কাজ করার জন্যই পদক দেওয়া হয়েছে। তাই মানুষের কাজের মাঝেই থাকতে চাই। যে মানুষগুলো দিনের পর দিন নানা কটুক্তি আর সমালোচনা সহ্য করে কাজ করে গেছে গরীবের জন্য, যে মানুষগুলো মাসের শুরুতে আয়ের একটি অংশ পাঠিয়ে দিয়েছেন গরীব মানুষের জন্য, সে মানুষগুলোর কাজ আজ স্বীকৃতি পেয়েছে। সরকার বিদ্যানন্দকে নয়, আমি মনে করি মানুষের ভালো কাজগুলোকেই সম্মানিত করেছেন এই পদকের মাধ্যমে।’

২০১৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা, খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণে কাজ করে থাকে। বিদ্যানন্দের নানামুখি কার্যক্রমের মধ্যে এক টাকায় আহার, এক টাকায় চিকিৎসা, বিদ্যানন্দ অনাথালয়, বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, এক টাকায় রেস্টুরেন্ট, বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয়, ভাসমান হাসপাতাল জীবনখেয়া, আত্মকর্মসংস্থান প্রকল্প সম্বল, প্লাস্টিক একচেঞ্জ স্টোর, হ্যাপিনেস স্টোর, বিদ্যানন্দ প্রকাশনী বিশেষভাবে উল্লেখযোগ্য।

নিয়মিত এসব কার্যক্রমের পাশাপাশি করোনাকালীন সময়ে সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম, করোনা হাসপাতাল প্রতিষ্ঠা, সুরক্ষা সামগ্রী বিতরণ, টিকা প্রদান, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করাসহ নানা কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সারা দেশের মানুষের অর্থায়নে পরিচালিত এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট পুরস্কার, শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড, জাতীয় মানব কল্যাণ পদক, টোকিও ওমেন্স ক্লাব অ্যাওয়ার্ডসহ দেশ বিদেশে অসংখ্য পুরস্কার অর্জন করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা