× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ুদূষণের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৬ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বায়ুদূষণ কমাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকা ও ঢাকার আশেপাশে পাঁচটি স্থানে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) চালানো এসব অভিযানে ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঢাকা জেলার সাভার, মানিক মিয়া অ্যাভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর ও গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেসওয়ে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর সঙ্গে যুক্ত ছিল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসন। 

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং বিআরটি মহাসড়ক নির্মাণকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাভারে যানবাহনের মাত্রাতিরিক্ত হর্নের মাধ্যমে শব্দদূষণের দায়ে চারটি গাড়ি থেকে ১১ হাজার টাকা এবং যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে চারটি গাড়ি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

খিলক্ষেতে যানবাহনের মাত্রাতিরিক্ত হর্নের মাধ্যমে শব্দদূষণের দায়ে সাতটি যানবাহনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আফতাবনগর এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ১১টি যানবাহন থেকে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউ, খিলক্ষেত ও আফতাবনগরে পরিচালিত অভিযান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। সঙ্গে ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ’বায়ুদূষণ নিয়ন্ত্রণে যা যা করা দরকার সরকার তা করবে। জনগণ যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে বাস করতে পারে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।’ 

তিনি বলেন, ’সরকার জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। একই সঙ্গে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।’ 

হাবিবুন নাহার বলেন, ’সবাই নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে। পরিবেশ যাতে দূষিত না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের একার পক্ষে দূষণ নিয়ন্ত্রণ দুঃসাধ্য।’ 

ফারহিনা আহমেদ বলেন, ’বায়ুদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ডিসিদের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় যাতে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করে এজন্য বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে বিশেষ সভা আহ্বান করা হয়েছে। এতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনের মধ্যে ৮ দিনই বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থানে ছিল ঢাকা। দূষণ প্রতিরোধ না করতে পারায় দুঃখ প্রকাশ করেছিলেন পরিবেশমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা