× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে ভোট গ্রহণ চলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৭ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রবা ফটো

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে।

ছয় শূন্য আসন হচ্ছে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

গাইবান্ধা-৫ উপনির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি।’

ছয় আসনে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, ‘যথারীতি প্রস্তুতি আছে। খালি একটাই নেই, সিসি ক্যামেরার ব্যবস্থা নেই এবার। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার সব প্রস্তুতি আমরা নিয়েছি।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ছয় আসনের উপনির্বাচনে প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার সদস্য একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য ১০ জন (মহিলা-৪, পুরুষ-৬) এবং লাঠিসহ গ্রামপুলিশ এক-দুইজন করে।

তা ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৪ আসনে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৬ আসনে ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ছয় আসনের প্রার্থী, ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যা

ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। আসনটিতে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন। এখানে ভোটকেন্দ্র ১১২টি। ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১১ প্রার্থী। ভোটকেন্দ্র ১৪৩টি। ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ছয়জন। ভোটকেন্দ্র ১৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে লড়ছেন তিন প্রতিদ্বন্দ্বী। ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। ব্রাক্ষণবাড়িয়া-২ অসনের প্রার্থী পাঁচজন। ভোটকেন্দ্র ১৩২টি, ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ ‘নিখোঁজ হওয়ায়’ প্রশ্ন উঠেছে। পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে, যেগুলো ভাইরাল হয়েছে, তাতে মনে হচ্ছে আত্মগোপনে আছেন (আবু আসিফ আহমেদ)।’ তাকে খুঁজে বের করার নির্দেশ ছিল জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাছে এটুকু তথ্য আছে, সরকারি কোনো বাহিনী এ কাজটা করে নাই।’ আনিছুর রহমান বলেন, ‘যদি কেউ লুকিয়ে থাকে ইচ্ছা করে তাহলে তাকে খুজে বের করা একটু ডিফিকাল্ট।’

আবু আসিফ আহমেদ কোথায় আছেন তা শনাক্ত করা গিয়েছিল জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘পরে আর লোকেট (শনাক্ত) করা যায় নাই। যেহেতু তার ব্যবহৃত মোবাইলটা সুইচ অফ ছিল। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তার খোঁজ করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা