× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানের নতুন রুট ও সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে : সংসদে বিমানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২২:১৬ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২০ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী। ছবি : সংগৃহীত

বিমানের নতুন রুট ও সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদে নাটোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়।

বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে ৭ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে লাভজনক রুটসমূহের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া আন্তযোগাযোগ বৃদ্ধি করতে সিলেট-কক্সবাজার-সিলেট এবং সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় গত বছরের ২৫ জানুয়ারি ঢাকা-শারজাহ-ঢাকা রুটে, ২৭ জুলাই ঢাকা-টরেন্টো-ঢাকা ও ১৮ আগস্ট ঢাকা গুয়াংজু-ঢাকা রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বাজার পর্যালোচনার মাধ্যমে মালে, কলম্বো, বাহরাইন, রোম, সিডনি, নিউইর্য়ক রুটে নতুনভাবে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা