× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী সার্বিয়া : পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:০৭ পিএম

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইমদাদ হকের ‘সার্বিয়া : শুভ্র শহরের দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রবা ফটো

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইমদাদ হকের ‘সার্বিয়া : শুভ্র শহরের দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রবা ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে চার হাজার কর্মী নেওয়ার জন্য ভিসা দিয়েছে। আগামীতে এটি আরও বাড়বে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইমদাদ হকের ‘সার্বিয়া : শুভ্র শহরের দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সার্বিয়া বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নিতে চায়। দেশটির সঙ্গে আমাদের সরাসরি ব্যবসা নেই। অথচ জার্মানি ও ইতালি থেকে তারা বাংলাদেশি চামড়াজাত পণ্য কিনে থাকে। এরই মধ্যে দেশটিতে সাড়ে চার হাজার কর্মী নেওয়ার জন্য ভিসা দিয়েছে। আগামীতে এটি আরও বাড়বে।’

ইমদাদ হকের লেখা বইয়ের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভালো লেখক, বর্ণনাও ভালো। সার্বিয়ার বেলগ্রেড শহরে সফরে গিয়ে বইটি লেখা হয়েছে।’

সার্বিয়ার সঙ্গে বাণিজ্যের ব্যাপারে তিনি বলেন, ‘সার্বিয়াতে অনেক উন্নয়ন হচ্ছে। সার্বিয়া আমাদের দেশ থেকে ইলেক্ট্রনিক, কৃষি ও নির্মাণকর্মী নিতে চায়। সার্বিয়া সাড়ে চার হাজার কর্মী নেবে। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসলে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হবে।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ল্যাটিন আমেরিকাকে গুরুত্ব দিচ্ছি। ব্রাজিল-আর্জেন্টিনাসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে দূতাবাস স্থাপন ও ব্যবসায়ী কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে কাজ করা হচ্ছে। রোমানিয়ায় ৩০ হাজার লোক কাজ করছে। বুলগেরিয়া, মাল্টা, সার্বিয়াসহ নতুন দেশে কার্যক্রম শুরু হয়েছে। কিউবার সঙ্গে ৫০ বছর পূর্তি পালন হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় ৬০ জন রাষ্ট্রদূত নিয়মিত আছেন। তা ছাড়া, ভারতে থেকে বাংলাদেশের সঙ্গে যুক্ত আরও ৭০ জন রাষ্ট্রদূত কাজ করছেন। আফ্রিকাকে গুরুত্ব দিয়ে একটি উইং খোলা হয়েছে।’ 

বইয়ের লেখক ইমদাদ হক বলেন, পররাষ্ট্রমন্ত্রীর জ্ঞানের পিপাসা অনেক। তার সঙ্গে চলতে গিয়ে বাধ্য হয়ে জানতে হয় ও পড়তে হয়। বইটিতে রবীন্দ্রনাথের ইউরোপ ভ্রমণ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, কথাসাহিত্যিক ইকতিয়ার চৌধুরী, নাট্যকার সাধনা আহমেদ, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা