× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্ককে বিব্রত করেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাসস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ২২:১৮ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১২:৪৫ পিএম

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি : সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে সাম্প্রতিক বছরগুলোয় হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, লালমনিরহাটের মতো কিছু পয়েন্টে এখনও সমস্যা রয়ে গেছে। লালমনিরহাটে এর কিছুটা ব্যত্যয় ঘটেছে। এসব পয়েন্টেও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদি শাসনকাল : গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সভায় বুধবার (৪ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুই দেশের এ ব্যাপারে সদিচ্ছার অভাব নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব একটি শান্ত, স্থিতিশীল ও অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে সীমান্ত ব্যবস্থাপনা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত হত্যার ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্ককে বিব্রত করেছে। বাংলাদেশ মঙ্গলবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সমস্যা তুলে ধরেছে।

দুই দেশের অনেক অর্জন রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, সীমান্ত হত্যার বিষয়ে সোচ্চার আছি এবং থাকব। কিন্তু মাঠপর্যায়ে এসব ঘটনা কেন ঘটছে সেগুলোও খতিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, উভয় দেশ সীমান্তে যেকোনো মৃত্যু ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনমুখী পদক্ষেপ বাড়ানো এবং বেসামরিক নাগরিকদের এ ধরনের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, সারা বিশ্বে যখন ছাড় দিয়ে পণ্য বিক্রি হয় তখন আমাদের দেশে সেটা বাড়ে। এটা সমাধানে চেষ্টা চলছে। কিছু পণ্য যাতে কখনই বন্ধ না হয় সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে।

সূর্যবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দিল্লির টাইমস স্কুল অব মিডিয়া বেনেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত ভারতীয় সাংবাদিক ড. অয়নজিৎ সেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া ও দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সূর্যবার্তা সম্পাদক ও ভারতীয় নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি সুমি খান।

বক্তারা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্ব দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা