× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৌশলী ইনামুলকে লাঞ্ছনাকারীর সর্বোচ্চ শাস্তি চান ৩২ নাগরিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ২০:৫৪ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ২২:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার শাহবাগে প্রকৌশলী ম. ইনামুল হককে লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৩২ জন বিশিষ্ট  নাগরিক। একই সঙ্গে লাঞ্ছনাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা এ উদ্বেগ ও দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘প্রকৌশলী ইনামুল হক গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কথা বলায় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ হামলায় একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা গভীর বেদনাদাহত, বিক্ষুব্ধ ও স্তম্ভিত। এটা নিছক ব্যক্তির ওপর হামলা নয়। এর সঙ্গে অধিকার ও নাগরিক মর্যাদার প্রশ্নটি জড়িত।’

নদী গবেষণা ইনস্টিটিউট, হাওর ও জলাভূমি অধিদপ্তরসহ কয়েকটি সরকারি সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক বর্তমানে ‘সর্বজন বিপ্লবী দল’ নামে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে সক্রিয়। ২৪ ডিসেম্বর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন চলাকালে নিজ সংগঠনের লিফলেট বিতরণ করেন ইনামুল হক৷ সেখানে পরে এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে মুখে চড় দেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বানি। এ ঘটনার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটির নিন্দা জানিয়ে বনি আমিনকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান ৩২ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেন, ‘বিদ্যমান রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচন, গণতন্ত্রের সংকট নিয়ে আলাপ ও গণসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করছিলেন প্রকৌশলী ইনামুল হক। সেটা তার সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার। ওই সময় তাকে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তা করা হয়েছে। যা সুস্পষ্টভাবে একজন নাগরিকের মত প্রকাশের অধিকার ও সভা-সমাবেশের অধিকারের ওপর মারাত্মক আঘাত। একই সঙ্গে প্রতীয়মান হয় যে, পরমতসহিষ্ণুতার মতো মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলো আমাদের রাজনৈতিক ও সামাজিক পরিসর থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা ভীষণ উদ্বেগের।’

বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন- অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্যাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইন বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা