× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম কমছে না : বিপিসি চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:০৪ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:৪৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে আপাতত দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ‍বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ। 

তিনি বলেছেন, ‘বিপিসি গত নভেম্বর মাসে ৪৩ কোটি টাকা লোকসান করেছে। এই অবস্থায় দাম কমানো হবে না।’ 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে তিনি ভোলার তুলাতলির মেঘনা নদীতে ডুবে যাওয়া সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজটি নিয়েও কথা বলেন। 

বিপিসি চেয়ারম্যান বলেন, ‘ওয়েল ট্যাংকারের কারণে পরিবেশ দূষণের কোনো শঙ্কা নেই। জাহাজের চারটি চেম্বারে অকটেন এবং ছয়টি চেম্বারে ডিজেল পূর্ণ রয়েছে। এর মধ্যে কোনো একটি ডিজেলের চেম্বার ছিদ্র হয়ে কিছু তেল পানিতে ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে চারদিক ওয়েল ব্যারিকেড বুমের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। যেসব তেল পানিতে ছড়িয়ে পড়েছিল, সেগুলো তুলে সাতটি ড্রামে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘এত ভারী জাহাজ তোলার মতো কারিগরি সক্ষমতা না থাকার কারণে বিআইডব্লিটিএয়ের বদলে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মূল কাজ হচ্ছে জাহাজটিকে এখন উদ্ধার করা।’

বিপিসি চেয়ারম্যান বলেন, ‘জাহাজের পাশে আরও দুটি খালি জাহাজ রাখা হয়েছে, যাতে তেলগুলো ওই জাহাজে তুলে স্থানান্তর করা সম্ভব হয়। চুক্তি অনুযায়ী এই জাহাজের যে পরিমাণ তেল নষ্ট হবে, তার মূল্য পরিবহনকারী কোম্পানি পরিশোধ করবে। ফলে এখানে কোনো আর্থিক ক্ষতির শঙ্কা নেই। এতে তেল সরবরাহ পরিস্থিতিতে কোনো বিঘ্ন ঘটবে না।’

ডিজেল এবং অকটেন মিলিয়ে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে রবিবার (২৫ ডিসেম্বর) ভোরে জাহাজটি মেঘনায় ডুবে যায়। জাহাজে থাকা জ্বালানি তেলের দাম ১৩ কোটি টাকা।

সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে জ্বালানি তেল বিক্রি করে বিপিসি লাভ করছে। বিশেষ করে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লাভ হচ্ছে ২৯ টাকা। 

এই দাবি সত্য হলে দেশে জ্বালানি তেলের দাম কমানো হবে কি না এমন প্রশ্নে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘গত নভেম্বর মাসে আমাদের ৪৩ কোটি টাকা লোকসান হয়েছে। এটি সামগ্রিক লোকসান। অন্য জ্বালানি তেল বিক্রিতে বিপিসি লাভ করছে। গত নভেম্বরে বিপিসির সব মিলিয়ে ২৩৩ কোটি টাকা লোকসান হতো। কিন্তু অন্য জ্বালানিতে লাভ করায় সেটি কাভার করে ৪৩ কোটি টাকা লোকসান হয়েছে।’

তবে ডিজেল বিক্রির লোকসানের কথা জানালেও অন্য জ্বালানি বিক্রিতে লাভের কোনো হিসাব তিনি জানাননি। 

এ বিষয়ে জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘এখন আমার কাছে হিসাবটা নেই।’

তিনি বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার থাকলে আমরা ব্রেক ইভেনে থাকি। কিন্তু এর বেশি হলেই আমাদের লোকসান হয়। গত নভেম্বর মাসে গড়ে ব্যারেল প্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল। এখনও আমাদের প্রতি লিটার ডিজেল বিক্রিতে দুই থেকে তিন টাকা লোকসান হচ্ছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা