× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরের আগে শেষ ব্রিফিংয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ২০:৪১ পিএম

মন্ত্রিপরিষদের বিদায়ী সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

মন্ত্রিপরিষদের বিদায়ী সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিতে থাকা বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে। সেই হিসাবে সোমবারই ছিল তার শেষ ব্রিফিং। 

বৈঠক শেষে এদিন বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার এই ব্রিফিং তার শেষ মনে করিয়ে তিনি বলেন, ‘সবাইকে কৃতজ্ঞতা জানাই। সোমবার (১২ ডিসেম্বর) অফিসিয়ালি সাংবাদিকদের সঙ্গে শেষ ব্রিফিং। তার আগে মন্ত্রিসভায় তাকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশপাশি সাংবাদিকদের কথাও তার মনে থাকবে। সবার প্রতি তার দোয়া রইল।‘

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কর্মজীবনে তিনি মানুষের কথা ভেবেছেন, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। হয়তো কাজ করতে গিয়ে ভুলত্রুটি হয়েছে। এজন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এখন তিনি অবসর জীবন কাটাবেন। কী করা যায় সেটিও পরে ভাববেন।’ 

সরকার যদি ফের অন্য কোনো কাজে নিয়োগ দেন- এ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে সরকারি চাকরিজীবী হিসেবে তিনি খুব ভাগ্যবান। দীর্ঘ ৪০ বছরে ২০১১ সাল থেকে সচিব পদে ছিলেন। কর্মজীবনে সরকারের ডিজিটাল বাংলাদেশ, গুড গভর্ন্যান্স, রাইট টু ইনফরমেশন, জাতীয় শুদ্ধাচার কৌশলসহ ডিজিটাল বাংলাদেশের যে সুফল তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি। 

তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন যে, মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু ভালোভাবে বাস্তবায়ন হওয়ার ফলে অন্যান্য মেগা প্রজেক্টগুলো সফল হয়েছে। তিনি সেগুলোয সম্পৃক্ত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা