× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রিপরিষদে নতুন সচিব কবির বিন আনোয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৩:৫২ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৪:৪৯ পিএম

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব কবির বিন আনোয়ার।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব কবির বিন আনোয়ার।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। 

রবিবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কবির বিন আনোয়ার বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানকে।  

কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ থেকে তিনি সিনিয়র সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী বছরের ৩ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে কবির বিন আনোয়ারের। এ ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তার মেয়াদ বাড়তে পারে।

এদিকে খন্দকার আনোয়ারুল ইসলাম ২৮ অক্টোবর ২০১৯ তারিখে মন্ত্রিপরিষদ সচিব পদে যোগ দেন। এই পদে যোগদানের আগে তিনি সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

কবির বিন আনোয়ারের জন্ম ১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায়। তিনি তার স্কুল ও কলেজ জীবন সম্পন্ন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।পরবর্তী সময়ে তিনি আইন শিক্ষার অভিপ্রায়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা