× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০০:৩৩ এএম

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার  নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। গ্রেপ্তারের পরই তাকে মানিকগঞ্জ জেলায় ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। হত্যাসহ একাধিক মামলার আসামী দুর্জয় ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। 

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এ ছাড়া আরও একাধিক মামলা থাকতে পারে। ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্য ছিল যে তিনি লালমাটিয়ায় কোনো নিকট আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাতে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।

দুর্জয়  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই আসনে তার বাবা সায়েদুর রহমান সাবেক সংসদ সদস্য ছিলেন। তার মা মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা