প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১১:৪৬ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ১৩:৩০ পিএম
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদোশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে চলাচলরত নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে চলাচল করতে বলা হয়েছে।
গতকাল শনিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড় ও বৃষ্টি হতে পারে।
এর আগে গত বুধবার একটি লঘুচাপ সৃষ্টি হয়ে শুক্রবার পর্যন্ত অবস্থান করে। পরবর্তীতে এটি বিহারে উপকূলে বৃষ্টি ঝরিয়ে স্থল লঘুচাপে পরিণত হয়।