× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১২:০৬ পিএম

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

মধ্যপ্রাচ্যের চারটি দেশের (কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন) আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সেসব দেশে নির্ধারিত সময়ে পরিচালিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার তাদের আকাশপথ আংশিকভাবে সাময়িক বন্ধ রেখেছে। ফলে ঢাকা থেকে এসব দেশের নির্দিষ্ট রুটে যাতায়াতকারী একাধিক ফ্লাইট সময়মতো পরিচালনা করা সম্ভব হয়নি।

বিলম্বিত ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে ঢাকা থেকে শারজাহগামী এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, ঢাকা থেকে কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ২টি, ঢাকা থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কিছু ফ্লাইট বিকল্প রুট বা নির্ধারিত সময় পর যাত্রা শুরু করেছে। তবে যাত্রীদের যাতে সর্বশেষ তথ্য জানা থাকে, সে জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে সতর্কভাবে ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ওমান, সৌদি আরব, লেবানন ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা