× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতারের আকাশ বন্ধ: মাঝপথে বিপাকে বিমানের ফ্লাইট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ০১:০৩ এএম

কাতারের আকাশ বন্ধ: মাঝপথে বিপাকে বিমানের ফ্লাইট

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে কাতারের আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

কাতারের দোহাগামী ফ্লাইটটি মাঝপথে জানতে পারে কাতারে ঢোকা যাবে না, এরপর সেটি ওমানের মাস্কাটে অবতরণ করেছে। সেখান থেকে জ্বালানি ভরে বিমানের ফ্লাইটটি আবার ঢাকায় ফিরবে বলে এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত কয়েকদিন ধরেই বেসামরিক উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আংশিক বা পুরোপুরিভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সেই দেশগুলোর ওপর দিয়ে যাত্রী বা মালবাহী বেসামরিক উড়োজাহাজ চলাচল করতে পারছে না।

এর ফলে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে চলাচলকারী বড় এয়ারলাইন্সগুলোর চলাচল একরকম বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানের ওপরেও।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর সোমবার রাতে বলেন, “ফ্লাইটটি আগেই দোহার উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝপথে কাতারের আকাশসীমা বন্ধের খবর পায়। পরে রুট পরিবর্তন করে মাস্কাটে (ওমান) গিয়েছে। সেখানে জ্বালানি নেওয়া (রিফুয়েলিং) হচ্ছে। জ্বালানি নেওয়া শেষে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে। আর সোমবার রাত দেড়টায় দোহা হয়ে জেদ্দার উদ্দেশ্যে বিমানের আরেকটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটটা দোহায় না নেমে সরাসরি জেদ্দায় চলে যাবে, সেভাবে যাত্রী ও মালামাল তোলা হবে।”

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী বহন করে কাতার এয়ারওয়েজ। যোগাযোগ করা হলেও এয়ারলাইন্সটির পক্ষ থেকে তাদের ফ্লাইট সূচির বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার রাতে এক বার্তায় বলেছে, “চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।

“এই পরিস্থিতিতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা