প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৮:৪৭ পিএম
জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা বলেন।
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে বলা হয় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যেহেতু সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে সেহেতু সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনো সরকারের পক্ষ থেকে অফিশিয়াল কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি৷ তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে৷ আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি৷ রংপুরের ঘটনাটিতে যে মব ভায়োলেন্স ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।’
জাতীয় পতাকা বিক্রির সময় এক ব্যক্তিকে পেটানোর বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন এটি একটি আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ ছিল। সেখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য যতটুকু করার প্রয়োজন ছিল তা করা হয়েছে। এটি একটি দুঃখজনক ও বিচ্ছিন্ন ঘটনা ছিল। তবে পরবর্তীতে আমরা ওই পতাকা বিক্রেতাকে ডেকে সমবেদনা প্রকাশ করি। এছাড়া তার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাকে এক লাখ টাকা প্রদান করা হয়। যাতে করে সে তার ব্যবসাটাকে সফলভাবে চালিয়ে যেত পারে।’
ভারত ও মিয়ানমার সীমান্ত থেকে পুশইনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক এবং সজাগ আছে। সীমান্ত এলাকায় তারা টহল বৃদ্ধি করেছে। সেসব জায়গায় স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি ওইসব এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি সে কারণে তাই বিষয়টি বিজিবি ও কোস্ট গার্ড দেখছে।’
২১ দিনে সেনা অভিযানে ৯৯০ গ্রেপ্তার
সারা দেশে গত ২১ দিনে সেনাবাহিনীর অভিযানে ৯৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, সারা দেশে গত ২১ দিনে সেনাবাহিনীর অভিযানে ৯৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও গ্যাং সদস্য রয়েছেন। অভিযানে ৫৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৯৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ ছাড়া চলতি বছরের আগস্ট থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকে কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত।