× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২২:২৩ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৫ ২২:২৪ পিএম

গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

গেজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের আর শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘শপথ পড়ানোর বিষয়টি বিচারাধীন থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।’

তিনি আরও বলেন, ‘২৬ মে শপথ পড়ানোর শেষ সময় ছিল। আমাদের ফাইলও একটা উত্থাপন করা হয়েছিল। আমরা তখন আইন মন্ত্রণালয়ে জানতে চাই যে, বিচারাধীন বিষয় নিয়ে আমাদের কী করা উচিত।’

আসি মাহমুদ বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলসহ অন্যদের সঙ্গে কথা বলে আমাদের এটাই জানানো হয় যে, বিষয়টি বিচারাধীন থাকায় শপথ নেওয়ার সুযোগ নেই।’

‘গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং ১ জুন সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই,’ যোগ করেন উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা