× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে কাছারি বাড়িতে হামলা, রবীন্দ্রস্মৃতি-নিদর্শন নষ্ট হয়নি: সংস্কৃতি মন্ত্রণালয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১৮:১৯ পিএম

ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে কাছারি বাড়িতে হামলা, রবীন্দ্রস্মৃতি-নিদর্শন নষ্ট হয়নি: সংস্কৃতি মন্ত্রণালয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধর, হামলা ও ভাঙচুরের ঘটনায় দেওয়া এক বিবৃতিতে সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, ঘটনাটি ঘটেছে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে। এর বাইরে কোনো সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক উদ্দেশ্য নেই।

শুক্রবার (১৩ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ থেকে কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়,  রবীন্দ্র কাছারি বাড়ি একটি সংরক্ষিত পুরাকীর্তি। প্রতিবছর কবিগুরুর স্মৃতিবিজড়িত স্থানটি দর্শন করতে দেশ-বিদেশ হতে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। ৮ জুন কাছারি বাড়ির দায়িত্বরত কর্মচারী ও একজন দর্শনার্থীর মধ্যে পার্কিং টিকিট নিয়ে ভুল বোঝাবুঝি ও কথা কাটাকাটির জেরে হাতাহাতি এবং মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় জনৈক শাহনেওয়াজ নামে একজন দর্শনার্থীকে মারধর করে আটকে রাখার অভিযোগও পাওয়া যায় প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টডিয়ান হাবিবুর রহমানের বিরুদ্ধে।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত চলার মধ্যেই ১০ জুন দর্শনার্থী শাহনেওয়াজের পক্ষে স্থানীয় কিছু ব্যক্তি মানববন্ধন করে। যেখান থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান হাবিবুর রহমান ও অন্যান্য দায়ী কর্মচারীদের শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন থেকে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে মূলত কাছারিবাড়ির কর্মচারীদের মারধর করার উদ্দেশ্যে। সেই সময় রবীন্দ্র কাছারি বাড়িতে কর্মরত কয়েকজন কর্মচারী আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা