বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার দল বিএনপির নির্দেশ আছে, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির কোনো লোককে দলে জায়গা দেওয়া যাবে না। তাই সুবিধাবাদীরা সাবধান হয়ে যান। যদি কোনো নেতা আঁতাত করে এদের কোনো মিটিং মিছিল বা সমাবেশে নিয়ে আসেন তাহলে তাদেরকে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী বহিষ্কার করা হবে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের হাল না ধরলে এদেশ স্বাধীন হতো না। আমরা শপথ গ্রহণ করেছি, যতোদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখবেন আমাদের নেতার আদর্শে রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করে যাব।
সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ্, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, আমিনুল, মাজারুলসহ প্রমুখ।