প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১২:২৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫ ১২:২৯ পিএম
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে আজ। ঈদের ছুটিতে ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা এসব মানুষের চাপ বাড়লেও, কোনো যানজট ছাড়া পথ পাড়ি দিচ্ছেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট কিংবা ধীরগতি। বৃহস্পতিবার (৫ মে) মহাসড়কে কুমিল্লার ১১৪ কিলোমিটার অংশে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
মহাসড়কে যাতায়াতকারী চালক ও যাত্রীরা জানান, মহাসড়কের ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত সামান্য কিছু যানজট আছে। তবে নারায়ণগঞ্জের পরে মুন্সিগঞ্জ, কুমিল্লা অংশ পুরোটাই ফাঁকা রয়েছে। খুব অনায়াসেই গাড়িগুলো গন্তব্যে যাচ্ছে।কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা থেকে আসা কাজী আহসান নামের এক যাত্রী বলেন, মহাসড়ক একদম ফাঁকা। কোথাও যানজট পাইনি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষকে ভোগান্তিহীন একটি ঈদযাত্রা উপহার দিতে আমরা বদ্ধপরিকর।