প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৮:৩০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫ ১৮:৩১ পিএম
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা।
বুধবার (২৮ মে) ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের (আইসিসিবি) সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত চেসা বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করার পর থেকেই আমরা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা দেখেছি। এখন যৌথ প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে রপ্তানি-আমদানি ও বিনিয়োগ খাতে আরও নতুন সুযোগ খুঁজে বের করা দরকার।
সভায় সভাপতিত্ব করেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ তার বাণিজ্য বৈচিত্র্য কৌশলে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে।
তিনি ২০১৯ সালে আর্জেন্টিনার তৎকালীন কৃষি ও শিল্পবিষয়ক সচিব হিজ এক্সেলেন্সি মি. লুইস মিগুয়েল এচেভেহের-এর আইসিসিবি সফরের কথা স্মরণ করিয়ে দেন, যা কৃষি ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরি করেছিল।
সভায় আরও বক্তব্য রাখেন আইসিসিবির সহ-সভাপতি এ কে আজাদ, নির্বাহী বোর্ড সদস্য আবদুল হাই সরকার, কুতুব উদ্দিন আহমেদ, এম এ জব্বার (ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএল গ্রুপ) এবং আইসিসিবির মহাসচিব আতাউর রহমান। তারা রাষ্ট্রদূতের উদ্যোগকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।
সবশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭৬৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন, ভুট্টা, গম ও তুলা আমদানী করে, আর বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় প্রধানত তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি হয়।
রাষ্ট্রদূতের এই সফর এমন এক সময়ে হয়েছে যখন দুই দেশই যৌথ বিনিয়োগের নতুন ক্ষেত্র বিশেষ করে জ্বালানি, কৃষি, চিকিৎসা প্রযুক্তি ও তুলা খাতের সহযোগিতার পথ খুঁজছে। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল দলের জনপ্রিয়তাকেও সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দুই দেশের পক্ষ থেকেই অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং বৈঠকটি একটি শক্তিশালী ও বহুমুখী সম্পর্ক গঠনের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো, আইসিসিবির জেনারেল ম্যানেজার অজয় বিহারী সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা শাহনেওয়াজ লতিকা।