প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৫:২৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫ ১৫:২৫ পিএম
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
তাছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারীবর্ষণ জনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে।
অপরদিকে, আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বুধবার সকাল ৯টায় বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেছিলেন, লঘুচাপটি আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূল ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছিলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এর আগে মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাগরে লঘুচাপ সৃষ্টির কথা জানান। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, লঘুচাপটি গতকাল সকাল ৯টায় সৃষ্টি হয়েছে। এটি সর্বোচ্চ নিম্নচাপ পর্যন্ত গড়াতে পারে।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় (২৬-৫০) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১-৭৫ শতাংশ) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। তা ছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের দিক ও গতি পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ঢাকায় বাতাসের আপেক্ষিত আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ও সেইসঙ্গে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।