প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ২২:৫৯ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন।
শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের বৈঠক হয়।
সন্ধ্যার পর থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানা পৃথক এ বৈঠক হয়।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়ে তুলে ধরার কথা বলেছেন দলগুলোর নেতারা।
বৈঠকে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছে দলটি।
জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলোর আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। তাই একটি অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হতে পারে।
সবশেষ বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা। এছাড়া গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় দায়িত্ব গ্রহণ করেছিলেন তা শেষ করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
টানা বৈঠক শেষে রাত সোয়া ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব। বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা।