রেলপথে ঈদযাত্রা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫ ২০:৪৪ পিএম
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকাল থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৪ মে) দেওয়া হয়েছে হয়েছে আগামী ৩ জুনের টিকিট। এদিন পশ্চিমাঞ্চলের প্রায় ১৭ হাজার টিকিটের বিপরীতে হিট করে ১ কোটি ১৪ লাখ মানুষ হিট করে। অন্যদিকে পূর্বাঞ্চলের প্রায় ১৬ হাজার টিকিটের বিপরীতে ৬৫ লাখ মানুষ হিট করে রেলওয়ের অ্যাপ ও ওয়েবসাইটে। গতকাল শনিবার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর স্টেশন ম্যানেজার মো: সাজেদুল ইসলাম।
এবার ঈদের আগেও বিশেষ ব্যবস্থায় সাতদিনের ট্রেনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮ টা থেকে দেয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ২টা থেকে দেয়া হচ্ছে পূর্বাঞ্চলের টিকিট।
ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট গত ২১ মে; ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে ও ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। তাছাড়া আগামী ৪ জুনের টিকিট ২৫ মে; ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে ।
রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। একজন সর্বোচ্চ ৪টি টিকিট একবার একসঙ্গে কাটতে পারবেন।
এবার ঈদে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এদের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হবে না অনলাইনে, কাটতে হবে স্টেশনের কাউন্টার থেকে। এছাড়া এবার ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে সারাদেশে। এসব ট্রেনের মোট টিকিট সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।