× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া এক চুলও নড়বো না : অধ্যাপক ড. রইছউদ্দীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৪:০৩ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১৫:১২ পিএম

সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া এক চুলও নড়বো না : অধ্যাপক ড. রইছউদ্দীন

তিন  দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা তৃতীয় দিনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-শিক্ষকরা। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় শুরু হয় এই সমাবেশ।  এতে সভাপতিত্ব করছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।

এর শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেছেন, ন্যায্য দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ঘোষণা না পেলে একচুলও নড়বো না।

এ সময় অধ্যাপক রউছউদ্দীন জানান, আজকের সমাবেশ এবং গণঅনশনে অংশ নিচ্ছেন জবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ইতোমধ্যে জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়নের সদস্যরা অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘দুই রাত আমার সন্তানরা খোলা আকাশের নিচে অবস্থান করেছে। সরকার এখনও কোনও পদক্ষেপ নেয়নি। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। তাই তার উচিত, সব সেক্টরে শান্তি প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘জগন্নাথ সবসময় অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত। এবার আমাদের পূর্ণাঙ্গ দাবি মানতে হবে। দাবি না মানলে কাকরাইল হবে গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কোথায় গিয়ে ঠেকবে তা সরকার এখনও বুঝতে পারেনি।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সরকারের কোনও এজেন্সি আমাকে তুলে নিয়ে গেলেও যেন আন্দোলন থেমে না যায়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ মে) জবি ঐক্যের পক্ষ থেকে অধ্যাপক ড. রইছউদ্দীন দাবি না মানলে গণঅনশনের ঘোষণা দেন। 

বিগত বুধবার (১৪ মে) দুপুরে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করলে কাকরাইল এলাকায় দুপুর ১টার দিকে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের বাধা পেরিয়ে যমুনা সামনে অবস্থান নেয় জবি শিক্ষার্থীরা। এ সময় লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত শতাধিক আহত হয়। আর, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন রাতেও তারা যমুনার সামনে অবস্থান নেন তারা। এদিন আগের তিন দফার দাবির সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার চাওয়ার দাবি যুক্ত করেছে জবি'র আন্দোলনরতরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা