প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৬:৩২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫ ১৭:০৪ পিএম
মুন্সীগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার কিছু স্থানে বুধবার (১৪ মে) রাত ৮টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। বিকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে বজ্রপাতের হতাহত এড়াতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ও বেসরকারি প্রতিষ্ঠান রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে নিরাপদ স্থানে, যেমন- ঘরে অথবা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে, এসময় বাইরে বের না হওয়া; বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সবশেষ শব্দটি শোনার কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করা; মাঠে বা বাইরে কাজ করা অবস্থায় আশ্রয়ের জায়গা না থাকলে, মাটিতে গুটিসুটি হয়ে বসতে হবে; কোনো অবস্থাতেই মাটিতে শুয়ে পড়া যাবে না; বজ্রপাতের সময় জনসমাগম বা খোলা স্থানে দলবদ্ধ হয়ে এক জায়গায় অবস্থান না করে চারদিকে ছড়িয়ে যেতে হবে; বজ্রপাতের সময় জলাশয়ে থাকা নিরাপদ না, তাই নৌকায় থাকলে নৌকার ছইয়ের নিচে আশ্রয় নিতে হবে, ছই না থাকলে নিচু হয়ে নৌকার পাটাতনে কম স্পর্শ রেখে বসতে হবে ও মাছ ধরা বন্ধ রাখতে হবে; বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়, এ সময় কোনো উঁচু স্থানে অবস্থান না করে নিচু স্থানে দাঁড়াতে বা অবস্থান করতে হবে, বৈদ্যুতিক খুঁটি ও ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে; বজ্রপাতের সময় বাসার ছাদে, দরজা-জানালার কাছে বা জানালার গ্রিল ধরে থাকা যাবে না, দরজা-জানালা বন্ধ রাখতে হবে; বাথরুমের কল, রান্নাঘরের সিঙ্ক, পাইপ, তারযুক্ত ফোন, বৈদ্যুতিক লাইনে সংযুক্ত থাকা কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ ধরা যাবে না, বৈদ্যুতিক লাইনে সংযুক্ত অবস্থায় টেলিভিশন ব্যবহার নিরাপদ নয়; বজ্রপাতের সময় খোলা স্থানে স্থাপিত তাঁবু, চতুর্দিকে খোলা ছোট চালাযুক্ত স্থান, খোলা ও ধাতু নির্মিত যাত্রী ছাউনির নিচে অবস্থান করা যাবে না; বজ্রপাতে আহত ব্যক্তিকে স্পর্শ করা নিরাপদ, তাই আহত ব্যক্তিকে অতিদ্রুত হাসপাতালে নিতে হবে।