× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ১০:৫৮ এএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫ ১১:৫৩ এএম

উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পর উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

শনিবার (২৬ এপ্রিল) রোমে একটি হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধের  প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিশেষ করে ঢাকা এবং মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

ড. ইউনূস এবং মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ, সামাজিক ব্যবসায়িক উদ্যোগের প্রচারের কৌশলগুলোও অন্বেষণ করেন। তারা ‘থ্রি জিরো’ বিশ্ব অর্জনে তাদের যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন।  শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য নেট কার্বন নির্গমন।

প্রধান উপদেষ্টা ইউনূস নিয়মিত উচ্চস্তরের সংলাপ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সভায় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা